ঝিনাইদহ-৪টি আসনে ১৫ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল
ঝিনাইদহের চারটি আসনের বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীসহ ১৫জন মনোনয়ন করেছে জেলা রিটানিং কর্মকর্তা সরোজ কুমার নাথ।
আজ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের হল রুমে মনোনয়ন প্রত্যাশিদের উপস্থিতিতে মনোনয়ন যাচাই-বাছাই শুরু হয়। দুপুর দুইটার দিকে মনোনয়ন বৈধ ও বাতিল ঘোষনা করা হয়। ঋণ খেলাপী, সাজাপ্রাপ্ত, কাগজপত্র না থাকা সহ নানা কারণে এসব মনোনয়ন বাতিল করা হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা সরোজ কুমার নাথ জানান, দুদকের মামলায় দন্ডপ্রাপ্ত ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওহাব, ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও চেয়ারপার্সনের উপদেষ্টা মসিউর রহমান, সদ্য পদত্যাগকৃত হরিনাকুন্ডু উপজেলা চেয়ারম্যান ও বিএনপির নেতা এম,এ মজিদ, ঝিনাইদহ-৪ আসনের আওয়ামীলীগের বিদ্রোহি প্রার্থী সাবেক সংসদ আব্দুল মান্নান, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় পার্টির কামরুজ্জামান স্বাধীনসহ সিপিবি, জাকের পার্টি, বিএনএফ, ওয়ার্কাস পাটিসহ পনেরজন র্প্রাথীর মনোনয়ন বাতিল করা হয়।