ঝিনাইদহ সদরদেখা-অদেখা
ঝিনাইদহে যে নামটি আজও মনে রেখেছে মানুষ
হাটগোপাল পুর থেকে আবাইপুর যাওয়ার পথে যুগণি-বাঘিনি মাঠের মধ্যে এই স্থান টি নাম ১ নং ফটিক তলা। প্রায় ৩০ বছর আগে পদ্ম নগর গ্রামের ফটিক জোরদ্দার নামের এক ব্যক্তি এই স্থানটিতে কৃষকের বিশ্রামের কথা ভেবে একটি বট বৃক্ষের চারা রোপণ করে।
তার পর এই খানে তার প্রচেষ্টায় একটি টিউবয়েল বসান হয় পরে পথিকের নামাজ পড়ার জন্য একটি ছোট্ট মসজিদ তৈরি করেন।
পরে তার চেষ্টায় সাধারন মানুষের বসার জন্য একটি বিশ্রাম শালা তৈরি করেন। পরে কে বা কারা বটের গাছটি কেটে ফেলেছে।সেই থেকে তার নাম অনুসারে এই জাইগাটির নাম ১ নং ফটিক তলা।
তিনি এই খানে আরও আম, জাম ও অন্য ফলের গাছ লাগিয়ে ছিলেন।আজ সেই মানুষটি নেই কিন্তু জাইগাটির নাম মানুষ ফটিক তলা হিসাবে জানে।