ঝিনাইদহ সদরটপ লিড

ঝিনাইদহ মেঁচড়ি চাষে স্বাবলম্বী আমির

ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাদপুকুর গ্রামের আব্দুল বারেক মিয়ার ছেলে কৃষক আমির হোসেন পুঁই শাকের মেঁচড়ি আবাদ করে স্বাবলম্বী হয়েছে।

তার এ চাষ এলাকার কৃষক ও কৃষি বিভাগের কাছে ব্যপক সাড়া জাগিয়েছে।

আমির হোসেন বলেন, পুঁই শাকের মেঁচড়ি চাষের জন্য শশুর এর কাছ থেকে ১০ শতক জমির বীজ এনে ছিলাম ২০১৫ সালে। ১০ শতক জমি আবাদ করে বেশ লাভবান হয়ে ছিলাম। পরে ২০১৬ সালে ৪০ শতক ও ২০১৭ সালে ৯০ শতক জমিতে আবাদ করি সে বছরও বেশ লাভবান হয়, যা ধান চাষের তুলনাই তিন গুন বেশি, যার কারনে এবছর ১২০ শতক জমিতে এই আবাদ করেছি।

তিনি আরো জানান ১২০ শতক জমিতে খরচ হয়েছে ১১০ লক্ষ টাকা। যেমন সার, কীটনাষক, লেবার, বাঁশ-খুটি ইত্যাদি। ইতি মধ্যে তিনি প্রায় ২ লক্ষ টাকার পুঁই শাকের মেঁচড়ি বিক্রয় করেছেন।

তিনি জানান, একই জায়গায় ১২০ শতক জমিতে মেঁচড়ি আবাদ করা কৃষক খুব কমই পাওয়া যায়। পুঁই শাকের মেঁচড়ি আবাদ করে কৃষক আমির হোসেন আজ নিজের পায়ে দাঁড়িয়েছেন। আমার এই চাষে তাকে বিভিন্ন সময় পরার্মশ দিয়ে সাহায্য করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button