ঝিনাইদহে বোমাসহ মহিলা জামায়াতের ৩ নেতা-কর্মী আটক
ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে বোমা ও জিহাদী বইসহ মহিলা জামায়াতের ৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার দিনগত গভীর রাতে উপজেলার সলেমানপুর ও দুধসর গ্রামের নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, দুধরসরা গ্রামের প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী লিলি বেগম (৩৫), একই গ্রামের গোলাম রসুলের স্ত্রী নাজমা বেগম (৬০) ও সলেমানপুর গ্রামের শহিদুলের স্ত্রী বিলকিস বেগম (৪৮)। সোমবার (৩ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আটক লিলি বেগমের ছেলে হাসিবুল ইসলাম জানান, রোববার দিনগত গভীর রাতে তাদের বাড়িতে পুলিশ ব্যাপক তল্লাসী চালায়। পরে পুলিশ তার মাকে ওসির সাথে দেখা করার কথা বলে গাড়িতে করে থানায় নিয়ে যায়। একই কথা বলে অন্য দুইজনকেও থানায় নেয়া হয় বলে আটককৃতদের অভিযোগ। আটককৃতদের নামে থানায় কোন মামলা বা ওয়ারেন্ট ছিল না বলে পরিবারের সদস্যদের দাবি করেন।
কোটচাঁদপুর থানার এস আই সৈয়দ আলী জানান, আটককৃতরা সবাই মহিলা জামায়াতের কর্মী। তারা নাশকতার চেষ্টা করছিলো।
কোটচাঁদপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, আটককৃতরা মহিলা জামায়াতের নেতা-কর্মী। তারা নাশকতার পরিকল্পনা করছিলেন। পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকটি জিহাদী বই ও ৬টি বোমা উদ্ধার করেছে বলে তিনি দাবি করেন। এ ব্যাপারে থানায় নাশকতার মামলা হয়েছে। আটকৃতদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।