ঝিনাইদহ সদর
ঝিনাইদহে শীতবস্ত্র বিতরণ
ঝিনাইদহে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ সকালে কালেক্টরেট চত্বরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
এসময় স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ছাদেকুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক জানান, শীতের তীব্রতা থেকে শহরের ভাসমান এবং ছিন্নমূল শিশু, নারী ও পুরুষদের রক্ষা করতে আজ ব্যক্তিগত পক্ষ থেকে ৩ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হলো। পর্যায়ক্রমে সরকারি বরাদ্ধের আরও ৮ হাজার ২’শ কম্বল বিতরণ করা হবে।