ঝিনাইদহে প্রতিবন্ধী বিদ্যালয়ের র্যালি ও আলোচনা সভা
এম এম শাহীনঃ
বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে হরিণাকুণ্ডু আনোয়ার হোসেন প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভায়না গ্রামে অবস্থিত আনোয়ার হোসেন প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গন থেকে বেলা এগারোটায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের সমন্বয়ে অনুষ্ঠিত র্যালিটি বিদ্যালয় সংলগ্ন প্রধান সড়ক দক্ষিণ করে। প্রতিবন্ধী কিশোর কিশোরীদের র্যালিটি সড়ক প্রদক্ষিণ কালে এলাকাবাসি হাত নেড়ে তাদের অভিনন্দন জানাতে থাকে।
র্যালি শেষে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মাহাবুবুর রহমানের সভাপতিত্বে এবং প্রফেসর হাসিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভায়না ইউপি চেয়ারম্যান ছমির উদ্দীন।
প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের স্বাগত বক্তব্যের পর অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক শরিফুল ইসলাম মোল্লা, আব্দুল বারী, শাহিনুর রহমান বিপ্লব প্রমুখ।
বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে বিদ্যালয় ক্যাম্পাসকে মনোরম সাজে সজ্জিত করা হয়। অপরাহ্নে সুসজ্জিত প্যান্ডেলে বাউল রাসেল ও কমিডিয়ান মজিবর রহমান কাজলের উপস্থাপনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শত শত শ্রোতা সুশৃঙ্খল ভাবে সন্ধা অবধি সাংস্কৃতিক অনষ্ঠান উপভোগ করে।