মহেশপুর
ঝিনাইদহে চিতা শাবকের মৃত্যু
উপজেলার ফতেপুর ইউনিয়নের চাঁদপুরপাড়া মাঠে এলাকাবাসীর হাতে এক চিতা বাঘ শাবকের মৃত্যু হয়েছে।
এলাকাবাসী সূত্রে প্রকাশ, বৃহস্পতিবার সকালে ফতেপুর গ্রামের ওমর আলীর রবার ফ্যাক্টরীর পাশে ভূট্রা ক্ষেতে চিতা বাঘ শবকটিকে সালাম নামে এক ব্যক্তি দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন এসে শাবকটিকে ঘেরাও করে এবং লাঠিশেঠা দিয়ে পেটালে শাবকটি মারা যায়।
পরে শাবকটিকে দেখার জন্য শত শত লোক ভীড় জমায়।