অন্যান্য

দাঁতের ব্যাথায় ভুগছেন? সমাধানে আছে ঘরোয়া উপায়ে

ঝিনাইদহের চোখ ডেস্ক :

 

দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে হবে। দাঁতের সমস্যা একজনকে খুবই বিরক্তিকর পরিস্থিতিতে ফেলে দিতে পারে। তার উপর দাঁতে যদি ব্যথা থাকে তাহলে সমস্যারতো কোনো সীমাই নেই। তবে ঘরোয়া উপায়ে খুব সহজেই দাঁতের সমস্যা থেকে উপশম লাভ করা যায়। তাহলে জেনে নেওয়া যাক উপায়গুলো-

নারকেল তেল ও লবঙ্গের গুঁড়ো
নারকেল তেল ও লবঙ্গের গুঁড়ো এবার একটি পাত্রে নারকেল তেলের মধ্যে বেশ কিছুটা লবঙ্গের গুঁড়ো মিশিয়ে নিন। ভাল করে ফেটিয়ে এই মিশ্রণ ব্রাশের সাহায্যে আক্রান্ত স্থানে লাগান। দিনে তিনবার এমনটা করলে অনেকটা আরাম মিলবে দাঁতের ব্যথা ও অন্যান্য সমস্যা থেকে।

নারকেল তেলের অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য দাঁতের গোড়ার নানা সমস্যা ও সংক্রমণ রোধ করে। এ ছাড়া লবঙ্গের গুঁড়োয় থাকা ইউজিনল দাঁতের ব্যথা কমাতে খুবই কার্যকর ভূমিকা পালন করে। সুতরাং চিকিৎসকের কাছে যাওয়ার আগেই ব্যথাকে কব্জা করার এই সহজ উপায়ে আস্থা রাখলে সহজেই আরাম পাওয়া যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button