ঝিনাইদহ সদর
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
“বৈঠা ধরো আরেকবার জয় হবে জনতার” এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সভায় জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, সহ-সভাপতি এ্যাড. আজিজুর রহমান, ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজীম আনার, ঝিনাইদহ-২ আসনের সাংসদ তাহজীব আলম সিদ্দিকী সমি, প্রাক্তন জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. ওয়াহেদ জোয়রদারসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থি ছিলেন।
সভাটি সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই।
সভাটি ঝিনাইদহ পৌর কমিউনিটি সেন্টারে অনুস্ঠিত হয়।
সভায়, ঝিনাইদহ চারটি সংসদীয় আসনে নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে গুরত্বপূর্ণ আলোচনা হয়।