ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকল উদ্বোধনের ২ ঘণ্টা পর থেকেই প্রায় ১৫ ঘণ্টা আখ মাড়াই কার্যক্রম বন্ধ রয়েছে। শ্রমিকরা বলতে শুরু করেছে মিলে শনির দশায় ধরেছে।
শুক্রবার (৭ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে আনুষ্ঠানিক ভাবে সুগারমিল ২০১৮-১৯ আখ মাড়াই মৌসুম শুরু হলেও সন্ধ্যা ৬টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ করা হয়।
শনিবার (৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মেরামত করে আবার আখ মাড়াই কার্যক্রম শুরু করা হয়েছে।
মোবারকগঞ্জ সুগার মিলের কারখানা ব্যবস্থাপক শহিদুল হক জানান, উদ্বোধনের পরেই মিলহাউজের রির্টান কেরিয়ারে সমস্যা দেখা দেয়। এছাড়াও বয়লালের ৪ নম্বর টিউবে লিক ধরা পড়ে।