ঝিনাইদহে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
জাহিদুল ইসলাম—
সোমবার সকালে ঝিনাইদহের মহেশপুরে মানবাধিকার সংগঠন আরডিসি’র কার্যালয়ে এইচআরডিএফের আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ এইচআরডিএফের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহেশপুর পৌরসভার মেয়র আব্দুর রশিদ খাঁন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য মহেশপুর পৌর ল্যাব মাধ্যামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ এটিএম খাইরুল আনাম, মহেশপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুস সেলিম, বিশিষ্ট শিক্ষাবিদ লোকমান হোসেন পাটুয়ারী, গাজীরননেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, মহেশপুর পাইলট বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মখলেছুর রহমান মিলন, মোশারেফ হোসেন মাষ্টার প্রমুখ।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত এইচআরডিএফের সদস্য নাহিদ আক্তার তৃষ্ণা, শাহিনা আক্তার, ডাঃ মনির হোসেন সহ বিভিন্ন পেশাজীবী প্রতিনিধি। বক্তারা ১০ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন এবং ঝিনাইদহ জেলায় মানবাধিকার সুরক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।