কালীগঞ্জটপ লিডনির্বাচন ও রাজনীতি

এক নজরে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের নির্বাচনী পরিসংখ্যান

এক নজরে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের নির্বাচনী পরিসংখ্যান প্রিয় দর্শক, শুরু হয়ে গেছে একাদশ সংসদ নির্বাচনের ক্ষনগণনা। ঝিনাইদহের ৪টি সংসদীয় আসনের আদ্যপান্ত জানাতে ঝিনাইদহের চোখ পরিবার আপনাদের কাছে দায়বদ্ধ মনে করছে।

আমরা আপনাদের পর্যায়ক্রমে জানিয়ে দিব – ঝিনাইদহ-১(শৈলকুপা). ঝিনাইদহ-২( সদর উপজেলা+ হরিণাকুন্ডু), ঝিনাইদহ-৩( মহেশপুর+কোটচাঁদপুর) এবং ঝিনাইদহ-৪( কালীগঞ্জ+সদরের একাংশ) আসনের বিগত সমস্ত পরিসংখ্যান।

ধারাবাহিক এই প্রতিবেদনের আজ শেষ কিস্তি। ঝিনাইদহ-৪: কালীগঞ্জ আসনের বিগত নির্বাচনগুলি এক নজরে জানিয়ে দিচ্ছি । থাকুন ঝিনাইদহের একমাত্র জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঝিনাইদহের চোখ’র সাথেই …

আসনের নাম: ঝিনাইদহ-(কালীগঞ্জ ও সদরের একাংশ): বর্তমানে মোট ভোটার ২,৮১,৬২২জন, পুরুষ ভোটার ১,৪১,৭৬৭ জন, নারী ভোটার ১,৩৯,৮৫৫জন ।

এক নজরে বিগত নির্বাচন: ১০ম সংসদ নির্বাচন-২০১৪, আসন: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের একাংশ): মোট ভোটার ছিল ২,৫২,৬০৯জন, ভোট কেন্দ্র ছিল:১১০টি ১.আনোয়ারুল আজীম আনার: আওয়ামীলীগ, প্রতীক: নৌকা, প্রাপ্ত ভোট: ১,০৩,৪৭৮টি, ২.মোস্তফা আলমগীর, দল: ওয়ার্কার্স পার্টি, প্রতীক: হাতুড়ী, প্রাপ্ত ভোট: ৫,৩৯৮টি

৯ম সংসদ নির্বাচন-২০০৮, আসন: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের একাংশ): মোট ভোটার ছিল ২,২৬,৮৯৬জন, মোট কেন্দ্র ছিল ১০০টি, বৈধ ভোট পড়ে ২,০৯,৬২০টি, অবৈধ ভোট পড়ে ১,৩৫৫ টি, না ভোট পড়ে ১৬৯২ টি । ১.আব্দুল মান্নান মিয়া, দল: আওয়ামী লীগ, প্রতীক: নৌকা, প্রাপ্ত ভোট: ১০৫,৮৫২টি, ২.শহীদুজ্জামান বেল্টু, দল: বিএনপি, প্রতীক: ধানের শীষ, প্রাপ্ত ভোট: ১,০১,১৭৫টি

৮ ম সংসদ নির্বাচন-২০০১,আসন: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের একাংশ): মোট ভোটার: ২,০৩,২৭৬জন ১.শহীদুজ্জামান বেল্টু, দল: বিএনপি, প্রতীক: ধানের শীষ, প্রাপ্ত ভোট: ৯৫,৯৯১ ২.আব্দুল মান্নান মিয়া, দল: আওয়ামীলীগ, প্রতীক: নৌকা, প্রাপ্ত ভোট: ৭৪,৪৫৮

৭ ম সংসদ নির্বাচন-১৯৯৬,আসন: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের একাংশ): মোট ভোটার:১,৬৪,১৪২জন, ১.শহীদুজ্জামান বেল্টু, দল: বিএনপি, প্রতীক: ধানের শীষ, প্রাপ্ত ভোট: ৬০,৬৯৬টি ২. আব্দুল মান্নান মিয়া, দল: আওয়ামীলীগ, প্রতীক: নৌকা, প্রাপ্ত ভোট: ৪৯,৬৩৩

৫ ম সংসদ নির্বাচন-১৯৯১, আসন: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের একাংশ): মোট ভোটার:১,৬১,৬৩৩জন,পুরুষ ভোটার:৮৪,২৫৯জন, নারী ভোটার: ৭৭,৩৮৩জন, ১.শহীদুজ্জামান বেল্টু, দল: বিএনপি, প্রতীক: ধানের শীষ, প্রাপ্ত ভোট: ৪১,৯৭১টি ২.জাহাংগীর সিকদার ঠান্ডু, দল: আওয়ামীলীগ, প্রতীক: নৌকা, প্রাপ্ত ভোট: ৩১,৫৫৩ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button