অন্যান্য

দেশে ফিরে যা বললেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ঐশী

‘মিস ওয়ার্ল্ড ২০১৮’ প্রতিযোগিতার পালা শেষ করে দেশে ফিরেছেন বাংলাদেশের সুন্দরী জান্নাতুল ফেরদৌস ঐশী। আসরে অংশ নিতে গেল ১১ নভেম্বর চীনে পৌঁছান এই ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’।

এক মাসের আয়োজন শেষে গতকাল সোমবার (১০ ডিসেম্বর) নিজগৃহে ফিরলেন তিনি। গতকাল দিবাগত রাত সাড়ে ১১টায় তিনি ঢাকায় পা রাখেন।

বর্তমানে রয়েছেন নিজের বাড়িতেই। ভ্রমণের ক্লান্তি কাটাতে বিশ্রাম করছেন। তারই ফাঁকে জানালেন সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেয়ার ছোট্ট অনুভূতি। ঐশী বলেন, ‘অনেক কিছু জানা হলো, শেখা হলো। মানুষের মনের সৌন্দর্যকে কীভাবে প্রকাশ করতে হয়, উপলব্দি করতে হয় বুঝেছি। সারা জীবনের অনুপ্রেরণা হয়ে থাকবে আমার এই অভিজ্ঞতা। অন্তর শোবিজের কাছে চিরদিনের কৃতজ্ঞতা আমাকে এমন একটি প্লাটফর্ম তৈরি করে দেয়ার জন্য।’

ঐশী বলেন, ‘সবচেয়ে বড় আনন্দটা হলো দেশের প্রতিনিধিত্ব করতে পারা। ওখানে একটা পরিবারের মতো সময় কাটিয়েছিলাম সব প্রতিযোগীরা। তার ভিড়ে প্রত্যেকেই তার নিজের দেশের জন্য সম্মান বয়ে আনতে দৃড় প্রতিজ্ঞ ছিলাম। এ অন্য রকম এক প্রতিযোগিতা।’

এই সুন্দরী বাংলাদেশের মানুষদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমার নিজের কোনো ফেসবুক আইডি ছিলো না। মিস ওয়ার্ল্ড বাংলাদেশের পেজ থেকে আপডেট দেয়া হয়েছে পুরো আসরটির। যারা আমার জন্য সমর্থন, শুভেচ্ছা জানিয়ে ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। বিশ্ব সুন্দরীর মঞ্চে সামনের দিনগুলোতে আশা করি আরও অনেক বড় সাফল্য আসবে বাংলাদেশের।’

প্রসঙ্গত, মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৬৮ তম আসরের সেরাদের তালিকায় স্থান করে নিয়েছিলেন বাংলাদেশের ঐশী। বিভিন্ন দেশের প্রতিযোগীদের হারিয়ে সেরা ৩০ জনের মধ্যে জায়গা করে নেন তিনি। এই ৩০ জনকে নিয়েই গেল ৮ ডিসেম্বর চীনের সানাইয়া সিটি এরেনায় অনুষ্ঠিত হয় ‘মিস ওয়ার্ল্ড ২০১৮’র জমকালো গ্র্যান্ড ফিনালে।

সেখানে নিজের নাম লিখিয়ে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা প্রথম বাংলাদেশি ফাইনালিস্ট হিসেবে রেকর্ড করেন ঐশী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button