ক্যাম্পাসঝিনাইদহ সদর

ঝিনাইদহে শিক্ষাখাতে উন্নয়ন

ঝিনাইদহ গত দশ বছরে শিক্ষাখাতে প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে।

নির্মাণ হয়েছে একটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং একটি সরকারি ভেটেরিনারি কলেজ।

প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের উন্নয়নে প্রায় এক হাজার ৯০০ কোটি টাকা খরচ করা হয়েছে। এতে জেলার শিক্ষার পরিবেশ ও মানের ব্যাপক উন্নয়ন হয়েছে।

ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাশে বিশাল ক্যাম্পাস নিয়ে চলতি বছর যাত্রা শুরু হয় শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের। ৬২ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই কলেজে ৩০ জন করে চার বিভাগে ১২০ জন শিক্ষার্থী নিয়ে চলছে পাঠদান।

গত দশ বছরে জেলার ৪৮৮টি প্রাথমিক ও ৪টি উচ্চ বিদ্যালয় এবং ২টি কলেজ সরকারি করা হয়েছে। সংস্কার ও নির্মাণ হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২০০টি ভবন।

সরকারের বিপুল কর্মযজ্ঞ শিক্ষা খাতে এই জেলার চিত্র আমূল বদলে দিয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চালু হয়েছে ডিজিটাল ল্যাব ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র।

বিতরণ করা হয়েছে ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টরসহ বিভিন্ন উপকরণ। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কৃষি বিষয়ে একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজও চালু হয়েছে বর্তমান সরকারের আমলেই।

এই অঞ্চলের প্রাণিসম্পদের চিকিৎসা, উন্নয়ন ও গবেষণায় বড় অবদান রাখবে প্রতিষ্ঠানটি- এমনটাই আশা শিক্ষক-শিক্ষার্থীদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button