নির্বাচন ও রাজনীতিহরিনাকুন্ডু

ঝিনাইদহের দৌলতপুর ইউনিয়নে নৌকা পোড়ানোর অভিযোগ

এইচ মাহবুব মিলু—-

ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার দৌলতপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড ফতেপুর গ্রামের বটতলার মোড়ে নৌকার প্রতিকৃতি পুড়িয়ে দেওয়া হয়েছে। জামাত শিবির ও বিএনপির নেতা কর্মীরা এই নৌকা পুড়িয়ে দিয়েছে বলে স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ অভিযোগ তুলেছে। এলাকাবাসী ও আ’লীগ নেতাকর্মী সূত্রে জানা য়ায় ১৩ ডিসেম্বর দিবাগত রাত ১২টার পর বটতলা মোড়ে টাঙ্গানো নৌকার প্রতিকৃতি পুড়িয়ে দেওয়া হয়।

দৌলতপুর ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা মোহাম্মদ আলী বলেন নৌকার জয় সুনিশ্চিত জেনে এক শ্রেণীর অসাধু ব্যক্তিরা এই ঘটনা ঘটিয়েছে। অপরদিকে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শেরেগুল ইসলাম বলেন বিএনপি নেতা ইখলাচ আলী, শান্ত, মোজাম্মেল হক এবং জামাত নেতা মোঃ রানা, বাবলুর রহমান সহ আরো অনেকে নিজেদের পরাজয় রুখতে নৌকায় আগুন ধরিয়ে দিয়েছে, ইউনিয়ন আ’লীগে সাংগাঠনিক সম্পাদক বিল্লাল হোসেন বলেন ঈর্ষান্বিত এক কুচক্রী মহলের কাজ এটা। থানা অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান ও সেকেন্ড অফিসার এসআই সরোওয়ার ঘটনা স্থল পরিদর্শন করে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের শান্ত করে বলেছেন কাজটি জঘন্ন ও ঘৃনিত, যারা এ কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত ভিত্তিক কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button