মাঠে-ময়দানে

র‌্যাংকিংয়ে চতুর্থ স্থানে থেকে ২০১৮ সালে শেষ করলো বাংলাদেশ

ঝিনাইদহের চোখ ডেস্ক:

২০১৮ সালটা বাংলাদেশের ক্রিকেটের জন্য বেশ উজ্জ্বলই বলা চলে। নিদাহাস ট্রফি ও এশিয়া কাপের ফাইনাল বাদে ওয়ানডে ফরম্যাটে দারুণ কিছু সাফল্য পেয়েছে টাইগাররা।

সিলেটে আজ শুক্রবার ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ নির্ধারণী ম্যাচে ৮ উইকেটের ব্যবধানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা।

এই ম্যাচে জয়ের মধ্য দিয়ে এক বছরে সবচেয়ে বেশি (২০টি) ওয়ানডে জয়ের রেকর্ড গড়ল টাইগাররা। চলতি বছরে এনিয়ে ৪১টি ম্যাচ খেলে ২০টিতে জয় পায় বাংলাদেশ। এর আগে ২০০৬ সালে ৩৩ ম্যাচে ১৯টিতে জয় পেয়েছিল টাইগাররা। এই জয়ে ১২ বছর আগের করা রেকর্ড ভাংল বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয়লাভ করেছে বাংলাদেশ দল। ২০১৮ সালে এখন পর্যন্ত বাংলাদেশে মোট ২০ টি ওয়ানডে ম্যাচ খেলেছে। এরমধ্যে জয় তুলে নিয়েছে ১৩ টি ম্যাচে। হারতে হয়েছে ৭ টি ম্যাচে। ভগ্নাংশের দিক দিয়ে তাকালে ইংল্যান্ড, ভারত এর পরেই অবস্থান করছে বাংলাদেশ দল।

বাংলাদেশের পিছনে রয়েছে অস্ট্রেলিয়া পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ সহ বাকি সব দল। ২০১৮ সালে জয়ের দিক দিয়ে বাংলাদেশ রয়েছে চতুর্থ স্থানে। ২০১৮ সালে জয়ের ভগ্নাংশের দিক থেকে সবার উপরে রয়েছে ভারত, এর পরেই রয়েছে ইংল্যান্ড এবং পরেই রয়েছে নিউজিল্যান্ড এবং বাংলাদেশ।

আসুন দেখে নিই ২০১৮ সালে কোন দেশ কতটি ম্যাচ জয়লাভ করেছে (র্র্যাংকিংয়ের প্রথম ১১ দল)

ভারতঃ ম্যাচ : ২০ জয় : ১৪ পরাজয় : ৪ ড্র : ২ ভগ্নাংশ : ৭৫.০০%

ইংল্যান্ড ম্যাচ : ২৪ জয় : ১৭ পরাজয় : ৬ ড্র : ০ ভগ্নাংশ : ৭৩.৯১%

নিউজিল্যান্ড ম্যাচ : ১৩ জয় : ৮ পরাজয় : ৪ ড্র : ০ ভগ্নাংশ : ৬৬.৬৬%

বাংলাদেশ ম্যাচ : ২০ জয় : ১৩ পরাজয় : ৭ ড্র : ০ ভগ্নাংশ : ৬৫.০০%

আফগানিস্তান ম্যাচ : ২০ জয় : ১২ পরাজয় : ৭ ড্র : ১ ভগ্নাংশ : ৬২.৫০%

দক্ষিণ আফ্রিকা ম্যাচ : ১৭ জয় : ৯ পরাজয় : ৮ ড্র : ০ ভগ্নাংশ : ৫২.৯৪%

পাকিস্তান ম্যাচ : ১৮ জয় : ৮ পরাজয় : ৯ ড্র : ০ ভগ্নাংশ : ৪৭.০৫%

ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ : ১৬ জয় : ৭ পরাজয় : ৮ ড্র : ১ ভগ্নাংশ : ৪৬.৮৭%

শ্রীলংকা ম্যাচ : ১৭ জয় : ৬ পরাজয় : ১০ ড্র : ০ ভগ্নাংশ : ৩৭.৫০%

জিম্বাবুয়ে ম্যাচ : ২৬ জয় : ৫ পরাজয় : ২০ ড্র : ১ ভগ্নাংশ : ২১.১৫%

অস্ট্রেলিয়া ম্যাচ : ১৩ জয় : ২ পরাজয় : ১১ ড্র : ০ ভগ্নাংশ : ১৫.৩৮%

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button