ধর্ম ও জীবন

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কুরআনি আমল

কোনো রোগ বা ভাইরাসে আক্রমণের সঙ্গে সঙ্গেই মানুষ পুরোপুরি আক্রান্ত হয় না, যতক্ষণ না মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা নিঃশেষ হয়ে যায়। যখনই মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা নিঃশেষ হয়ে যায় তখনই মানুষ এইডসসহ নানান জটিল ও কঠিন রোগে আক্রান্ত হয়ে যায়।

মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা অক্ষুন্ন রাখতে কুরআন-সুন্নাহর বিধান পালনের যেমন বিকল্প নেই। তেমনি সুন্নাতি জীবন-যাপনের পাশাপাশি চিকিৎসা বিজ্ঞানের পরামর্শে জীবন পরিচালনা করাও জরুরি। কেননা শৃঙ্খলিত জীবনেই রয়েছে শান্তি এবং মুক্তি।

যারাই কুরআন-সুন্নাহর উপদেশ অনুযায়ী শৃঙ্খলিত জীবন যাপন করবে এবং কুরআনের আমল করবে, সে ব্যক্তি মরণব্যাধি এইডস, ক্যানসারসহ যাবতীয় জটিল রোগ থেকে মুক্ত থাকবে। মানুষের শরীরে তৈরি হবে প্রচুর রোগ প্রতিরোধ ক্ষমতা।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কুরআনি আমল-

dowa

উচ্চারণ : ইন্না আংযালনাহু ফি লাইলাতিল কাদর। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কাদর। লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি শাহর। তানায্যালুল মালায়িকাতু ওয়াররূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিং কুল্লি আমর। সালামুন হিয়া হাত্তা মাত্বলায়িল ফাঝর। (সুরা ক্বদর)

আমল
যে ব্যক্তি প্রতিদিন সুরা আল-ক্বদর ৩ সময় ৪১ বার পড়বে। আল্লাহ তাআলা সে ব্যক্তির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবেন।

যখনই মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে। তখনই মানুষ থাকবে সুস্থ, সবল। এইডসসহ জটিল ও কঠিন কোনো রোগই মানুষ আক্রান্ত করতে পারবে না।

 

এইচআইভি আক্রান্ত ব্যক্তি যদি নিয়মিত উপরোল্লেখিত সুরার আমল করে আল্লাহ তাআলা সে ব্যক্তিকে এইডসসহ যাবতীয় রোগের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবেন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কুরআন-সুন্নাহর উপদেশ মেনে জীবন-যাপনের পাশাপাশি এইডসমুক্ত থাকতে কুরআনি আমল করার তাওফিক দান করুন। আমিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button