হরিনাকুন্ডু
মারা গেলেন ঝিনাইদহের অন্যতম প্রবীণ ব্যক্তি
চলে গেলেন ১১১ বছর বয়সী দেশের
শ্রেষ্ঠ্রতম প্রবীণ ব্যক্তি তেজারত আলী
=========================
দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবীণ ব্যক্তি তেজারত আলী ১১১ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন।
ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের নারায়নকান্দি গ্রামের স্কুল পাড়ার মরহুম বেনালী মন্ডলের পুত্র তেজারত আলী ১৭ ডিসেম্বর সোমবার বেলা সোয়া দশটায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে——-ওয়া রাজেউন)।
৬ পুরুষদর্শী এই প্রবীণ ব্যক্তি মৃত্যুকালে স্ত্রী, ৬ ছেলে , ৬ মেয়েসহ অর্ধশতাধিক নাতিপুতিসহ অসুখ্য গুনগ্রাহী রেখে যান।
শ্রমজীবী এই মানুষটি আমৃত্যু মসজিদে মোয়াজ্জিনসহ পাঞ্জেগানা জামায়াতে ইমামতির দায়িত্ব পালন করতেন।
তিনি জীবনের শেষদিন পর্যন্ত খালি চোখে সাবলীল ভাবে পবিত্র কুরআন তেলাওয়াত করার বিরল সৌভাগ্যের অধিকারী ছিলেন।