মহেশপুর
ঝিনাইদহে বঙ্গবন্ধুর জীবন দর্শন নিয়ে নাটক মঞ্চস্থ

বিজয়ের দিনে ঝিনাইদহের মহেশপুর হাই স্কুল মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর জীবন দর্শন নিয়ে ’’বাংলার মহানায়ক’’ নামে একটি নাটক মঞ্চস্থ করা হয়।
এই নাটকে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেন বিশিষ্ট নাট্যকার এ.এস.এম শফি, বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছার ভূমিকায় অভিনয় করেন বিশিষ্ট নাট্য শিল্পী পূরবী দত্ত এবং মোশতাকের ভূমিকায় অভিনয় করেন মিলন দে। উপজেলার হাজার হাজার জনগন নাটকটি উপভোগ করেন।
ফাউন্ডেশন অব বাংলাদেশ কালচারাল ফোরামের সচিব জাকির হোসেন বলেন, বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনধারা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে নুতন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য আমাদের এ প্রয়াস।