ধর্ম ও জীবন

ব্যাংকে টাকা রেখে সুদ খাওয়া কি জায়েজ আছে?

ডি পি এস করে টাকা ব্যাংকে জমিয়ে রেখে সে টাকার সুদ গ্রহণ করে জীবন চালানো একজন গরীবের জন্য বৈধ কি?

আবার অনেকে গরীব নয় কিন্তু ব্যাংকে টাকা রেখে বাড়ি বসে বসে সুদের টাকায় সংসার চালায়। এ ধরনের লেনদেন বৈধ কি?

না জায়েজ নেই। কারণ এ ধরনের সুদ পরিস্কার হারাম। আর ইচ্ছেকৃত এমন লেনদেন করা বৈধ নয়। তাই এ থেকে বিরত থাকা আবশ্যক। কারো যদি এ ছাড়া আর কোনো উপায় না থাকে তাহলে আল্লাহর উপর ভরসা করুন। বেশি বেশি দুআ করতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার অর্থনৈতিক দুর্বলতা দূর করে দিবেন।

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا الرِّبَا أَضْعَافًا مُّضَاعَفَةً ۖ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ [٣:١٣٠

হে ঈমানদারগণ! তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেয়ো না। আর আল্লাহকে ভয় করতে থাক, যাতে তোমরা কল্যাণ অর্জন করতে পারো। (সুরা আলে ইমরান-১৩০)

عبد الله بن مسعود عن أبيه عن النبي صلى الله عليه وسلم قال لعن الله آكل الربا وموكله وشاهديه وكاتبه

হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রা. এর পিতা থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-“যে সুদ খায়, যে সুদ খাওয়ায়, তার সাক্ষী যে হয়, আর দলিল যে লিখে তাদের সকলেরই উপর আল্লাহ তায়ালা অভিশাপ করেছেন। (মুসনাদে আহমাদ, হাদিস নং-৩৮০৯, মুসনাদে আবি ইয়ালা, হাদিস নং-৪৯৮১)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button