ঝিনাইদহের শৈলকূপায় নির্বাচন উপলক্ষে বিশেষ আইন শৃঙ্খলা সভা

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ও সুন্দর ভাবে সম্পন্ন করবার লক্ষে শৈলকুপা উপজেলা প্রশাসনের আয়োজনে আজ অনুষ্ঠিত হলো নির্বাচন উপলক্ষে বিশেষ আইন শৃঙ্খলা সভা।
সভায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এছাড়া উপজেলা সরকারী প্রতিটি অফিসের কর্মকর্তা গন, থানা কর্মকর্তা, বিজিবি প্রতিনিধি,ফায়ার সার্ভিস প্রতিনিধি, উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্ল্যা,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরীন লিপি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন,প্রেসক্লাব প্রতিনিধি এবং নির্বাচনে অংশগ্রহনকারী ধানের শীষ প্রতিকের প্রার্থী এ্যাডঃআসাদুজ্জামান, নৌকা মার্কার প্রতিনিধি এম হাকিম অাহম্মেদ, ইসলামী আন্দোলন হাতপাখা মার্কার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক আছে বলে থানা কর্মকর্তা জানান। উপজেলা নির্বাহী অফিসার সবাইকে আসস্ত করেছেন যে শৈলকুপাতে একটি অবাধ,সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।