মাঠে-ময়দানে
‘শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই সেরাদের একজন সে’
ঝিনাইদহের চোখঃ প্রথম টি-টোয়েন্টিতে হারের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে অসুস্থ্য থাকায় অনিশ্চিত ছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। তবে দলের এমন মুহুর্তে অসুস্থ্য থেকেও মাঠে নেমে ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান।
তাইতো ম্যাচের পরদিন সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে প্রশংসা করা স্পিন কোচ যোশী বলেন, ‘সাকিব অসাধারণ এক পারফরমার। আমরা সবাই জানি সে কতটা প্রতিভাবান। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই সেরাদের একজন সে। শুধু টি-টোয়েন্টি নয়, টেস্ট হোক বা ওয়ানডে, সে দারুণ।’
সাকিবের থেকে চাওয়ার থেকে বেশি পেয়েছেন, এমনটাই বলছেন তিনি। যোশী বলেন, একটি টি-টোয়েন্টি ম্যাচে ২০ রানে ৫ উইকেট নিয়েছে, স্পিন কোচ হিসেবে এর চেয়ে বেশি কিছু আমি চাইতে পারি না। মাত্র ৮ বোলারের একটি বিশেষ ক্লাবে (তিন সংস্করণেই ৫ উইকেট) জায়গা করে নিয়েছে সে যোগ্য হিসেবেই।