ঝিনাইদহের শৈলকুপায় আ’লীগের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে বোমা হামলা করে নৌকা পুড়িয়ে দিয়েছে দূর্বত্তরা। এরই প্রতিবাদে রবিবার সকালে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে উপজেলার ত্রিবেনী বাজারে।
রামচন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রবিউল ইসলাম জানায়, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে দূর্বত্তরা ত্রিবেনী বাজারে অবস্থিত আওয়ামী লীগের নির্বাচনী কর্যালয়ে বোমা হামলা করে নৌকা ও ব্যানার পুড়িয়ে দিয়েছে। ঘটনাস্থল থেকে ৩টি ককটেল বোমা বিস্ফোরনের আলামত উদ্ধার করা হয়েছে।
ত্রিবেনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জহুরুল হক জানান, রাতে তার নির্বাচনী কার্যায়ে ৫টি বোমা বিস্ফোরনের ঘটনা ঘটেছে। অফিসের সামনে নৌকা ও ব্যানারে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। বি বিষয়ে তিনি শৈলকুপা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
এ ঘটনায় আওয়ামী লীগের দলীয় মনোনিত এমপি প্রার্থী আব্দুল হাই ও শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।