অন্যান্য

বাচ্চাকে শূন্যে তুলে আদর করলে যে মারাত্মক বিপদ

ঝিনাইদহের চোখঃ শিশুদের আদর করতে পছন্দ করে না এমন মানুষ পাওয়া কঠিন। তবে সবার আদরের ধরন একই রকম নয়। কেউ কেউ কোলে নিয়ে চুমু খেয়ে তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান।কেউ বাচ্চাদের শূন্যে ছুড়ে আদর করতে ভালোবাসেন? কেউ আবার শিশুদের উঁচু করে ধরে ঝাঁকাতে পছন্দ করেন?

তবে এ ধরনের আদর করতে খুব সাবধান! মারাত্মক বিপদ ঘটে যেতে পারে। মস্তিষ্কে রক্তক্ষরণে কোমায় চলে যেতে পারে শিশু। এমনকি তার মৃত্যু পর্যন্ত হতে পারে।

এক মার্কিন গবেষণায় দেখা গেছে, ৮০ শতাংশ চিকিৎসকের দাবি, ৩ বছরের ছোট শিশুকে ঝাঁকানো হলে শিশুর মস্তিষ্ক থেকে রক্ত বেরোতে পারে। একে সাবডুরাল হেমাটোমা বলে। ৯০ শতাংশ চিকিৎসকের মত, শিশুর মারাত্মক রেটিনাল রক্তক্ষরণও হতে পারে। ৭৮ শতাংশ চিকিৎসকের দাবি, এর ফলে শিশুটি কোমায় চলে যেতে পারে।

শিশুকে ঝাঁকানো হলে বারবার মস্তিষ্ক খুলির গায়ে ধাক্কা খায়। ফলে মস্তিষ্ক ও খুলির মাঝে ছোট ছোট রক্তনালি ছিড়ে যাওয়ার সম্ভবনা থাকে। এতে রক্তক্ষরণ বা রক্ত জমাট বেঁধে যায়। যেহেতু শিশুর ঘাড় সংবেদনশীল হয়, ঝাঁকানোর ফলে পেশি ছিড়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে স্পাইনাল কর্ড। ব্রেণে মারাত্মক ইনজুরি হলে অনেক সময় শিশু পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়। বোবা-কালা এমনকি অন্ধও হয়ে যেতে পারে শিশু। এছাড়াও মৃত্যু পর্যন্ত হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button