কালীগঞ্জটপ লিড

ঝিনাইদহে সাংবাদিক অফিসে হামলা, কালীগঞ্জ প্রেসক্লাবের- সন্ত্রাসীদের সাজা দাবী

ঝিনাইদহের চোখঃ

ডিবিসি নিউজের ঝিনাইদহ জেলা প্রতিনিধি শৈলকুপা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা সাংবাদিক আব্দুর রহমান মিল্টন সহ দুই সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে কালীগঞ্জ প্রেসক্লাব সাংবাদিকরা প্রতিবাদসভা করেছে ।

কালীগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে গতকাল বিকালে প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন সভাপতিত্বে এক জরুরী সভা ডেকে এ প্রতিবাদসভা অনুষ্টিত হয়েছে। সভায় বক্তারা ঝিনাইদহের সাংবাদিকদের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও সাজা দাবী করেছেন।

উক্ত সভায় বক্তব্য রাখেন কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক সংবাদ প্রতিনিধি সাবজাল হোসেন , উপদেষ্টা সদস্য দৈনিক লোকসমাজ প্রতিনিধি শিপলু জামান, সহ-সভাপতি ওসমান গণি জুয়েল, সহ-সাধারন সম্পাদক মানিক ঘোষ , সাংগঠনিক সম্পাদক তারেক মাহমুদ , অফিস সম্পাদক শাহরিয়ার আলম সোহাগ, উপদেষ্টা সম্পাদক মোস্তফা জলীল , দৈনিক আমারদেশ টিপু সুলতান, দৈনিক ভোরেরপাতা সাইদুর রহমান, নতুন কথা স্টাফ রিপোর্টার রেজাউল ইসলাম, সান টিভি এমদাদুল ইসলাম ইনতা , দৈনিক খবর তরঙ্গ রুহুল আমীন সৌরভ, দৈনিক আমাদের অর্থনীতি হাবিব ওসমান , দেশের সময় ফিরোজ আহমেদ, দৈনিক প্রতিদিনের কথা বাবুল আক্তার, দৈনিক যশোর মিশন আলী , দৈনিক নবচিত্র আহসান কবির, দৈনিক কল্যান আরিফ মোল্যা, দৈনিক ভোরের কাগজ বেলাল হোসেন বিজয় , নবচিত্র শাহিনুর রহমান পিন্টু, এস টিভি বাংলা রাজু আহমেদ , দৈনিক স্বাধিন বাংলা জাহাঙ্গীর হোসেন , দৈনিক প্রতিদিনের কথা মামুনুর রশিদ প্রমুখ ।

সাংবাদিকরা তাদের প্রতিবাদ সভায় বলেন, ১৫ডিসেম্বর সন্ধ্যায় ঝিনাইদহ শহরে যমুনা টিভি, একাত্তর টিভি, ডিবিসি নিউজ, দেশটিভি সহ বিভিন্ন টেলিভিশন ও পত্রিকার সংবাদকর্মীদের অফিস ভাংচুর ও লুটপাট নেক্কারজনক ঘটনা । অফিস থেকে লুট করা মোবাইল, ক্যামেরা, ল্যাপটপ, মডেম, টেলিভিশনের বুম, রাউটার, পেনড্রাইভ, ভোটার আইডিকার্ড, ক্রেডিটকার্ড সহ প্রয়োজনীয় কাগজপত্র ও ব্যাগ অবিলম্বে ফিরিয়ে দিতে হবে । আহত সংবাদকর্মী আব্দুর রহমান মিল্টন ও জহিরুল ইসলামের সুচিকিৎসার ব্যবস্থা করার জোর দাবী করেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button