ধানের শীষে চিটা লেগেছে- ঝিনাইদহে হানিফ
ঝিনাইদহের চোখঃ
ধানের শীষে এখন চিটা লেগে গেছে, ধানের শীষে কোন ভোট নেই। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন। ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব এ কথা বলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুবুল আলম হানিফ।
মঙ্গলবার সন্ধ্যায় মহেশপুর উপজেলার ইদ্রাকপুর স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় ঝিনাইদহ-৩ আসনের নৌকা প্রতিকের প্রার্থী শফিকুল আজম খান চঞ্চল, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. আজিজুর রহমান, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদিকা খালেদা খানমসহ বিপুল সংখ্যক আওয়ামীলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মাহাবুবুল আলম হানিফ আরো বলেন, ইতোপূর্বে এলাকার মানুষ জামায়াতকে ভোট দিয়ে ভুল করেছে। দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। দেশে কোন উন্নয়ন হয়নি। তাই এবার তারা আর ভুল করবে না। বিএনপি প্রচারনায় আওয়ামীলীগের নেতাকমীরা বাধা সৃষ্টি করছে এমন প্রশ্নে তিনি বলেন, আমাদের নেতাকর্মীরা কোন ধরনের প্রচার প্রচারনায় বাধা সৃষ্টি করছে না।
এমন কোন অভিযোগও আসেনি। অভিযোগ আসলে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে। এছাড়া তিনি আরো বলেন, দেশে নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ বিরাজ করছে। মানুষ আগামী ৩০ তারিখের নির্বাচনে স্বত স্ফুর্তভাবে ভোট দিতে পারবে। ভোটে বিজয়ী হয়ে পুনরায় সরকার গঠন করবে আওয়ামীলীগ।