পাঠকের কথা

যুদ্ধ্যাক’শন—-তাপস মিত্র

যুদ্ধ্যাক’শন—-তাপস মিত্র
———–
কখন যুদ্ধ,কখন বাঁধবে দানা!
টান,টান,টান ছড়াবে উত্তেজনা।
শুধুই কথার ফুলঝুরি শুনি ছাই
তেহাই বাজছে শুধুই বছর- ভর।।

এবার তুফান লহরা ছুটুক বোলে-
ফট,ফটা,ফট মেশিন গানের তালে
বড় ভালবাসি বোমারুর ব্যাঞ্জনা,লাইভ,লাইভ- এ্যাকশন ভরপুর
টি,ভি’র দেওয়ালে- এ্যাকশন প্রোযজনা।।

সিনেমার ঝুটা এ্যাকশনে প্রান কই
প্রানে সুখ দেবে-
টি,ভি’ র রিয়েল ছবি, বোমারু বিমানে আগ্নেয় ঝলকানি।
আহা মরিমরি মহান যুদ্ধ তুমি।
গোলা,কামানের মধুর ঐক্যতানে
মনরঞ্জনে হৃদয়ের সান্তনা।।

যুদ্ধ হবেই,হবে নিশ্চিত জানি
অপেক্ষা করো ক্ষনিক দন্ডকাল-
দশ,নয়,আট প্রহর গোনার পালা
তিলেক সময় আর অপেক্ষা কাল
নিকটবর্তী সেই সে মহেন্দ্র ক্ষন।।

টি,ভি’তে দেখব লাইভ,লাইভ;
এ্যাকশন।।
মরছে কাহারা ভাতের হাড়ির পাশে-
কিসের দুঃখ,কার তরে করো শুনি।

ওরা ত সবাই দুরের দেশের লোক
আরে কি আপদ ;
কি দেখি টিভি’র গায়।
শ্বেত ইঙ্গিত নিশানা উপরে তুলে
যুদ্ধ থামাতে বলে-
কতিপয় কিছু বে- রসিক ব্যাটা হাটে।।

একি ঝামেলা, কি আপদ ধুৎছাই।
বোর হয়ে আছি একঘেয়ে ডাল,ভাতে-
আলুর চোকলা,পোস্তর বড়া রোজ।
যুদ্ধদানব দেখাবে একটু পরে-
নর মাংসের বিরানির উৎসব।

চির নিদ্রার উপহার বুকে ধরে
ঘুমাচ্ছে কারা রুটির টুকরো হাতে
যুদ্ধের কিবা প্রয়োজন তাহা জেনে?
সাদা না কালো হিন্দু,মুসলমান
মৃত শরীরে’র একটাই দর,দাম।।

যুদ্ধের শুধু একটিই কারবার
মানুষ মারার কাজে-
অগনীত এক সাথে।।
দাম বেড়ে চলে মজুত যা কিছু আছে।
ব্লাকআউটের নিকষ অন্ধকারে
কালো বাজারে ঝলমলে বাতি জ্বলে।।

আমার কি আসে তাতে?
যুদ্ধ লেগেছে অনেক দুরের দেশে
আমরা ত আছি নিরাপদ আশ্রয়ে,
শুধু এ’ টুকুই ঢের জানা-
ক্ষুধার্ত দেশ পেটে কিল মেরে কেনে।।

যতই কিনবে রকেট আর মিশাইল
যুদ্ধ ততই জমে,জমে হবে ক্ষীর
লাইভ এ্যাকশনে নেকড়ের হাসাহাসি
যুদ্ধ ত দু– রে অনেক দুরের দেশে।

আমার ঘরের কড়া নাড়বেনা জানি-
তবু যদি নাড়ে? কি হবে এখন ভেবে।
এখন খানিক লাইভ এ্যাকশন দেখি।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button