শৈলকুপায় ধলহরাচন্দ্র ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের পক্ষে নৌকার মিছিল!

এম বুরহান উদ্দীন,(শৈলকুপা)লাঙ্গলবাধ:
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ শৈলকুপা আসন থেকে আবারো আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই এমপি। এই প্রার্থীর পক্ষে নৌকায় ভোট চেয়ে একটি মিছিল বের করে উপজেলার ৮নং ধলহরাচন্দ্র ইউনিয়নের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাস।
মঙ্গলবার বিকালে ধলহরাচন্দ্র ইউনিয়নের লাঙ্গলবাধ বাজার থেকে মিছিলটি শুরু করে শেষ হয়, বাজারের বিভিন্ন গুরুপ্তপূর্ন এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ৮নং ধলহরাচন্দ্র ইউনিয়নের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাসের নেতৃত্বে অংশগ্রহণ করেন, ধলহরাচন্দ্র ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য চাদ আলী মন্ডল, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল হোসেন,সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মহসীন শিকদার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিব খান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, যুবলীগের সাধারণ সম্পাদক তুষার খানসহ প্রমুখ।
এছাড়াও ৮নং ধলহরাচন্দ্র ইউনিয়নের সকল পর্যায়ের নেতাকর্মীরা মিছিলটিতে অংশগ্রহন করেন।