নৌকা মানেই উন্নয়ন- ঝিনাইদহে আব্দুল হাই

সাজ্জাদ আহমেদ, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের শৈলকুপার আবাইপুর ইউনিয়নের রামসুন্দরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিশাল নির্বাচনী জনসভা ও বিভিন্ন ইউনিয়নের ভোটারদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন আওয়ামীলীগের দলীয় মনোনিত প্রার্থী।
ঝিনাইদহ-১ আসন নৌকার বিজয় এর লক্ষে আবাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বৃহস্পতিবার বিকালে আবাইপুর রামসুন্দরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
মুক্তার আহমেদ মৃধার সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী এবং জেলা আওয়ামীলীগের সভাপতি নৌকা প্রতিকের প্রার্থী আব্দুল হাই এমপি।বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মকবুল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দ্দার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহমেদ,বন পরিবেশ বিষয়ক সম্পাদক এ্যাডঃ ইসমাইল হোসেন, জেলা যুবলীগের যুুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শিমুল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেদা খানম,উপজেলা যুবলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি দিনার বিশ^াস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজিব বাহাদুরসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও দিনব্যাপী জনসভা ও বিভিন্ন ইউনিয়নের ভোটারদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন আওয়ামীলীগের দলীয় মনোনিত প্রার্থী। জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী এবং জেলা আওয়ামীলীগের সভাপতি নৌকা প্রতিকের প্রার্থী আব্দুল হাই এমপি । পথসভায় স্থানীয় ও বিভিন্ন পর্যায়ের অতিথিরা বক্তব্য রাখেন।
জনসভা শেষে ঝিনাইদহ-১ আসনের বিভিন্ন ইউনিয়নে পথ সভা অনুষ্ঠিত হয়।পথ সভায় স্থানীয় স্ব-স্ব স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের চলমান উন্নয়নকে গতিশীল করতে ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনিত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে।