টপ লিডনির্বাচন ও রাজনীতি
ঝিনাইদহে অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে ৪৫ ভাগ

ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্যালট বক্স ও ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়েছে।
দুপুর ১২ টার দিকে জেলার ৬টি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ সমস্ত সামগ্রী সকল ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের কাছে হস্তান্তর করা হয়। সহকারী রিটার্নিং অফিসার এ নির্বাচনি সামগ্রী হস্তান্তর করেন।
জেলায় ৪টি সংসদীয় নির্বাচনি আসনে ৫৭৮টি ভোট কেন্দ্র রয়েছে। এ সব কেন্দ্রের মাধ্যমে জেলার ১৩ লাখ ৪২ হাজার ২০৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবে। ৫৭৮টি ভোট কেন্দ্রের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে ৪৫ ভাগ।
নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসারসহ ৯ হাজার ১১৯ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।