ঝিনাইদহে ধানের শীষ শিবিরে শুধুই হতাশা
ঝিনাইদহের চোখঃ
জেলার চারটি আসনের মধ্যে ঝিনাইদহ-২ আসনের ধানের শীষের প্রার্থী আবদুল মজিদের প্রার্থিতা উচ্চ আদালত স্থগিত করেছেন, আর ঝিনাইদহ-৩ আসনের ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা মতিয়ার রহমান বোমাসহ গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। আর বাকি দুই আসনের ধানের শীষের প্রার্থীরা বাড়িতে অবস্থান করছেন।
এই দুই প্রার্থী হলেন ঝিনাইদহ-১ আসনের মো. আসাদুজ্জামান আসাদ ও ঝিনাইদহ-৪ আসনের সাইফুল ইসলাম ফিরোজ। তবে এই চার আসনেই মাঠে নামেনি ধানের শীষের কর্মীরা। এর পেছনে রয়েছে মূলত দলীয় কোন্দল, বিএনপি প্রার্থীকে ধানের শীষ না দিয়ে অন্য দলের প্রার্থীকে মনোনয়ন দেয়া এবং মাঠে ভোটারদের কাছ থেকে ধানের শীষের পক্ষে সাড়া না পাওয়ায়।
ঝিনাইদহ-৩ আসনে দীর্ঘদিন ধরে বিএনপির মনোনয়ন চেয়ে আসছিলেন দলের কেন্দ্রীয় নেতা ও সহ-সাংস্কৃতিক সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান। তবে এখানে ধানের শীষ দেয়া হয়েছে জামায়াত নেতা মতিয়ার রহমানকে। এরপর থেকেই এই আসনে বিদ্রোহ করে আসছে বিএনপির নেতাকর্মীরা। বাকি তিনটি আসনে দলের কোন্দল চরম রূপ ধারণ করেছে। এছাড়া মাঠে গিয়েও ভোটারদের কাছ থেকে সাড়া পাওয়া যাচ্ছে না বলে জানান দলটির নেতাকর্মীরা। বিগত সময়ে বিএনপির দুর্নীতি ও দুঃশাসনের কোনও জবাব দিতে পারেননি তারা। এতে হতাশ হয়ে দল ছাড়ছেন অনেকে।