ধর্ম ও জীবন
শিরক থেকে মুক্ত হয়ে ঘুমানোর আমল
ঝিনাইদহের চোখঃ
হজরত নওফাল রা. থেকে বর্ণনা করেন, হজরত নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ’ পড়ার পর কারো সাথে কথা না বলে ঘুমিয়ে পড়িও।কারণ, এই সূরায় শিরকের সাথে নি:সম্পর্কের স্বীকারক্তি রয়েছে। (আবু দাউদ)
অর্থ: ১.বলুন, হে কাফেরকূল,
২.আমি এবাদত করিনা, তোমরা যার এবাদত কর।
৩.এবং তোমরাও এবাদতকারী নও, যার এবাদত আমি করি
৪.এবং আমি এবাদতকারী নই, যার এবাদত তোমরা কর।
৫.তোমরা এবাদতকারী নও, যার এবাদত আমি করি।
৬.তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্যে এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্যে।