ধর্ম ও জীবন

চিংড়ি মাছের বিধান?

ঝিনাইদহের চোখঃ

প্রশ্ন: চিংড়ি মাছ খাওয়া যাবে কি না? শুনেছি চিংড়ি মাছ খাওয়া মাকরুহ, শরীয়ত আসলে এ ব্যাপারে কী বলে?

মুহাম্মদ শামছুল আলম পলাশ। বরিশাল।

উত্তর: আপনার মতো সবাই একে মাছ বলে থাকে। তাই চিংড়ি মাছও মাছের হুকুমের অর্ন্তভূক্ত। মাকরুহ নয়।

সূত্র: ইমদাদুল ফতোয়া-৪/১০৩,

উত্তর দিয়েছেন, মুফতী তাজুল ইসলাম জালালী

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button