ঝিনাইদহে জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ
এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলাতে মাধ্যমিক শিক্ষা অফিস ও স্কুল মাদরাসা ক্রীড়া সমিতির আয়োজনে ৩দিন ব্যাপী ৪৮তম জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা-২০১৮ শেষে মঙ্গলবার বিকালে মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুল হক এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন পৌরমেয়র মোঃ শাহিনুর রহমান রিন্টু।
এসময় অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ২ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমির প্রতিনিধি মোঃ রওশন আলী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ শরিফুল ইসলাম, আ”লীগ উপজেলা নেতা ও ইউপি চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান, সাবেক ছাত্রনেতা ও উপজেলা আ”লীগের অন্যতম নেতা মোঃ আমিরুজ্জামান চৌধুরি পলাশ, আ”লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান রাকিবুল হাসান রাসেল, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুজ্জামান তাজু, ছাত্রলীগের উপজেলা আহবায়ক মোঃ রিগান আলী, যুগ্ম আহবায়ক রুবেল রানা, মোঃ মানিকুর রহমান মানিক, এছাড়াও অনুষ্ঠানে ৫৩ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,সহকারী ও ক্রীড়া শিক্ষক, ছাত্র/ছাত্রী, তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ৬,৭,৮ জানুয়ারি ৩দিন ব্যাপী এ্যাথলেটিক্সে ৩৩টি ইভেন্টে, ক্রিকেট বালক-বালিকা, ভলিবল বালক-বালিকা, খেলা শেষে বিজয়ী, রানার আপ ও চ্যাম্পিয়ান বিদ্যালয় দলনেতার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।