কোটচাঁদপুর
ঝিনাইদহে দুই মাদক বিক্রেতা গ্রেফতার

ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৪ জানুয়ারি) দুপুরে ১৪ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গ্রেপতারকৃতরা হল কোটচাঁদপুর উপজেলার কলেজষ্টান্ড এলাকার মোঃ আব্দুর রহিমের ছেলে মোঃ তাজ উদ্দীন(২২) ও বাজেবামনদাহ গ্রামের মোঃ বজলু মন্ডলের ছেলে মোঃ শামীম রেজা (২৩)।
ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে কোটচাঁদপুর এলাকায় মাদক বিক্রয় হচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাজ ও শামীমকে আটক করতে সক্ষম হয়। সে সময় তাদের নিকট থেকে ১৪০ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ ব্যাপারে মাদক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে বলে তিনি জানান।