ঝিনাইদহের কোটচাঁদপুরে নবাগত ওসি’র যোগদান

সুমন মালাকার, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাংবাদিকদের সাথে শনিবার (১৯ জানুয়ারী) বেলা ১১ টার সময় কোটচাঁদপুর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামাল হোসেনের সাথে তার নিজ কার্যালয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
তিনি ঝিকরগাছা থেকে কোটচাঁদপুরে যোগদান করেন। নবাগত ওসির বাড়ি নড়াইলের লোহাগড়া থানায়।
এ সময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর থানার এসআই ব্রজ বল্লভ সাধু, সাংবাদিক আজিজুল হক, এসএম রায়হান উদ্দীন, সুমন মালাকার, সাইফুদ্দীনসহ উপজেলার বিভিন্ন পত্রিকার সংবাদকর্মীরা।
সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় কোটচাঁদপুর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন জানান, এ উপজেলায় চুরি, ডাকাতি, ধর্ষণ, মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ সহ আইনশৃঙ্খলা রক্ষার জন্য কাজ করবেন এ জন্য তিনি সাংবাদিকদের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন। যেখানে সমস্যা তথ্য পেলে দ্রুত কাজ করবেন। আর এলাকার সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য চেষ্টা করবেন। আর মাদকের ব্যাপারে জিরো ট্রলারেন্স এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না বলে, তিনি জানান।