ঝিনাইদহের হরিণাকুন্ডুতে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

এলিস হক, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের বার্র্ষিক ক্রীড়া কর্মসূচীর ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে উপজেলার পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে হরিণাকুন্ডু উপজেলার ৬ টি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার ছাত্ররা প্রতিযোগিতা করে।
শনিবার বিকেলে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্রের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার জামাল হোসেন, রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিবুল হাসান রাসেল, পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ।
আলোচনা সভা শেষে কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি,সনদপত্র ও পুরষ্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয়কে ২০-১৮ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার যোগ্যতা অর্জন করে নিত্যানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।