কোটচাঁদপুর

ঝিনাইদহের কোটচাঁদপুরে বেপরোয়া প্রায় ৬ হাজার রিকশা-ভ্যান

সুমন মালাকার, ঝিনাইদহের চোখঃ

কোটচাঁদপুর শহরে অবৈধ মোটরচালিত ভ্যান-রিকশার চালকরা বেপরোয়া হয়ে উঠেছে। ফলে প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনা ঘটেই চলেছে।

জানা গেছে উপজেলাতে রিকশা-ভ্যানের সংখ্যা প্রায় ৬ হাজার। এতে ৯৫ ভাগ ভ্যান রিকসাতেই অবৈধ্যভাবে মোটর ও ব্যাটারি লাগানো আছে। রাতের বেলা ব্যাটারি বিদ্যুতে চার্জ দিয়ে সারাদিন চালানো হয়। এতে একদিকে যেমন বিদ্যুতের ব্যাপক অপব্যবহার হচ্ছে অপর দিকে নিয়ন্ত্রণহীনভাবে ভ্যান রিকশা চলাচলে আরোহী ও পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছে।

এ ব্যাপারে পৌর এলাকার বাসিন্দা আনিছুজ্জামান ও রহমতউল্লা জানান, এরা এতই বেপরোয়াভাবে গাড়ি চালায় যে, সবকিছুই যেন দ্রুত অতিক্রম করতে চাই, আর তখনই ঘটে দুর্ঘটনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button