ঝিনাইদহ সদর

ঝিনাইদহে বর্ণমালায় নীতিকথা প্রতিযোগিতা অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল মাসুদ, ঝিনাইহের চোখঃ

ঝিনাইদহে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত ইয়েস ফ্রেন্ডস গ্রুপ জনগণের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা ও স্থানীয় সরকার খাতে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচি অব্যাহত রেখেছে।

এই নানামুখি কর্মসূচীর অংশ হিসেবে ইয়েস ফ্রেন্ডস গ্রুপের উদ্যোগে ২৪ জানুয়ারি ২০১৯ স্থানীয় চুটলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ণমালায় নীতিকথা প্রতিযোগিতা ও দুর্নীতিবিরোধী শপথ পাঠ অনুষ্ঠান আয়োজন করা হয়।

প্রায় ১৫দিন পূর্বে উল্লিখিত বিদ্যালয়ে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বর্ণামালায় নীতিকথা বইটি বিতরণ করা হয়। অদ্য সনাক সদস্য কাজল কুমার বিশ্বাস এর পরিচালনায় উপস্থিত ছাত্র-ছাত্রীদের মধ্যে বর্ণামালায় নীতিকথা বই থেকে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার হিসেবে বই বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার প্রবীর কুমার কাঞ্জিলাল। তিনি শিক্ষার্থীদের প্রতিদিন একটি করে নীতিবাক্য পাঠ করানোসহ অর্থ বুঝিয়ে দেওয়ার নির্দেশনা দেন বিদ্যালয়ের শিক্ষকদের।

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান শিক্ষক মুহম্মদ গুলাম ফারুক বিন রাজ্জাক, সনাক সহসভাপতি নাসরিন ইসলাম ও ইয়েস ফ্রেন্ডস সমন্বয়কারী মোঃ আমিরুল ইসলাম। এসময় উপস্থিত শিক্ষকসহ ২৯ জন ছাত্রী ও ২৪ জন ছাত্র সনাক সদস্য সালমা খানম এর নের্তৃত্বে দুর্নীতিবিরোধী শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইয়েস ফ্রেন্ডস সদস্য কনিকা খাতুন। বক্তাগণ শিক্ষার্থীদের ভালো ও দুর্নীতিমুক্ত মানুষ হয়ে একটি ভালো দেশ গড়ার আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button