ঝিনাইদহে পানের বরজ পুড়ে ছাই
![](https://i0.wp.com/jhc24.com/wp-content/uploads/2019/01/1103412-23.jpg?resize=780%2C470&ssl=1)
রাসেল আহাম্মেদ, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বকশীপুর গ্রামে বৃহস্পতিবার বিকাল তিন টার দিকে দেড় বিঘা জমির পান আগুনে পুড়ে ছাই ।
জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জমির মালিক মহসিন মোল্লা ১০০ পোন মতো পান তুলে বাড়ি চলে যায়, হঠাৎ করে বিকেলে সংবাদ পায় যে তার জমিতে আগুন লেগেছে সাথে সাথে ছুটে যায় সে তার জমিতে । মহসিন মোল্লা যেয়ে দেখে তার দেড় বিঘা জমির পান পুড়ে ছাই হয়ে গেছে, প্রায় ১০লক্ষ টাকার পান পুড়ে ছাই, এ কথা মনে করতেই সে সময় কান্নায় ভেঙে পড়েন মহসিন মোল্লা। অসুস্থ হওয়ায় মহসিন মোল্লাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
এ বিষয়ে মহসিন মোল্লার জামাই, সুরুজ মিয়ার কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন শত্রুতা করে কেউ বা কারা এই আগুন লাগাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে কাতলামারি ক্যাম্প ইনচার্জ রবিউল আলমের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন ঘটনা সম্পর্কে শুনেছি তবে কেউ এ বিষয়ে আমাদের কাছে কোন অভিযোগ করে নাই।