ঝিনাইদহে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের মহেশপুরে বিশেষ অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। এসময় তার কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় মহেশপুর উপজেলার জলিলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ফারুক মোল্লা (৪৫) মহেশপুর উপজেলার জলিলপুর (খাঁনপাড়া) এলাকার মৃত মকবুল হোসেন মোল্লার ছেলে।
সিপিসি-২, র্যাব-৬, ঝিনাইদহের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গোপান সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকস আভিযানিক দল ২৫ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় মহেশপুর পৌরসভাধীন খাঁন পাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এসময় এক মাদক ব্যবসায়ীকে দেড় কেজি গাঁজাসহ গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। তিনি আরো জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ফারুক মোল্লা প্রশাসনের চোঁখ ফাকি দিয়ে দীর্ঘদিন যাবৎ মহেশপুর এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো। তার বিরুদ্ধে মাদক ব্যবসার অনেক অভিযোগ পাওয়া গেছে।