হরিনাকুন্ডু
ঝিনাইদহে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত
মনজুর অালম, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের আলমসাধু চাপায় রিফাত হোসেন (৫) নামের এক শিশু নিহত হয়েছেন। রোববার দুপুরে এ দূর্ঘটনা ঘটেছে।
নিহত সোহেল রানা জেলার হরিনাকুন্ডু উপজেলার দৌলাতপুর ইউনিয়নের দখলপুর গ্রামের বাজার পাড়ার শরিফুল ইসলামের ছেলে।
ইউনিয়নের সংক্ষিত আসনের মেম্বর রাবেয়া খাতুন বলেন, দুপুরে শিশুটি বাড়ির নিকট খেলা করছিল, রাস্তা পার হবার সময় আলমসাধুতে চাপা দেয়। তাকে উদ্ধার করে প্রথমে হরিনাকুন্ডু উপজেলা হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় রাত সাড়ে সাতটার দিকে মারা যান। আজ সোমবার সকাল ১০ টায় জানাযা শেষে পারিবারিক করব স্থানে দাফন করা হয়েছে। শিশুটির অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।