ঝিনাইদহে ৩ দিনব্যাপী লালন স্মরণোৎসব শুরু
মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী লালন স্মরণোৎসব। মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাতে লালনের জন্মভূমি হরিণাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামে এ উৎসবের উদ্বোধন করেন যশোরবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন।
ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইদুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে হরিণাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হুসাইন, বিশিষ্ট লালন গবেষক এ্যাড: নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান, গোলাম মোস্তফা, নাজমুল হুদা পলাশ, মোহাম্মদ আলী, পৌরসভার প্যানেল মেয়র খাইরুল ইসলাম উপস্থিত ছিলেন।
উৎসবকে ঘিরে সেখানে ঢল নেমেছে লালন ভক্ত, বাউল, অনুসারী, ভাবশিষ্য ও সাধুদের। আয়োজন করা হয়েছে গ্রামীণ মেলার। মঙ্গলবার থেকে শুরু হওয়া এ উৎসব চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।