ঝিনাইদহের কালীগঞ্জ পৌর উপ-নির্বাচনে ৩ মেয়র প্রার্থী
ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার উপনিবার্চনে মেয়র পদে তিনজন প্রাথীর্ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
৩১ জানুয়ারি বৃহস্পতিবার শেষ দিনে মনোনয়নপত্র জমা দেন আ’লীগের দলীয় প্রাথীর্ বতর্মান ভারপ্রাপ্ত মেয়র ও পৌর আ’লীগের সাংগাঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফ, ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের সেজো ভাই এনামুল হক ইমান ও সাবেক মেয়র যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান বিজু স্বতন্ত্র প্রাথীর্ হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।
তবে এ উপনিবার্চনে বিরোধী দল বিএনপি বা অন্য কোনো দল থেকে মনোনয়নপত্র জমা দেয়নি।
কালীগঞ্জ উপজেলা নিবার্চন অফিসার মেহেদী হাসান জানান, চারজন প্রাথীর্ মনোনয়ন ফরম নিলেও শেষ পষর্ন্ত সাবেক মেয়র মরহুম মকছেদ আলীর পুত্র সেলিম বাদে সবাই তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি আরো জানান, আগামী ৩ ফেব্রয়ারি মনোনয়নপত্র যাচাই বাছাই, ১১ ফেব্রয়ারি প্রত্যাহার ও ২৮ ফেব্রæয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৮ হাজার ৪৮৪ জন।