ঝিনাইদহ সদর

ঝিনাইদহে পুলিশ সেবা সপ্তাহ-“জরুরী প্রয়োজনে ৯৯৯ এ কল করুন”

ঝিনাইদহের চোখঃ
পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে ঝিনাইদহে পুলিশের পক্ষ থেকে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে শহরের চাকলাপাড়ার সিও সংস্থার প্রধান কার্যালয়েল সামনেসহ বিভিন্ন স্থানে জনসচেতনামূলক লিফলেট বিতরণ করেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস।

এসময় সিও সংস্থার নির্বাহী পরিচালক সামসুল আলমসহ অন্যারা উপস্থিত ছিলেন। “মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশের যুব সমাজকে বাচান” “মাদক বিক্রির টাকা কড়ি, ঝুলবে গলায় ফাঁসির দড়ি” “এসো নেশা চেড়ে কলম ধরি, মাদক মুক্ত সমাজ গড়ি” “নেশার ফাঁদে পড়বে যারা, সব হারিয়ে মরবে তারা” “পিতা-মাতার অবহেলা ও উদাসীনতা সন্তানের মাদকাসক্তির অন্যতম কারণ, যেন না হয় সেদিকে সতর্ক থাকুন” “মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী ও মাদকস্পটের তথ্য দিন” জঙ্গী জীবন কোন ধর্মীয় জীবন নয়, এটা ইসলামের কলঙ্ক” “ইভটিজিং ও নারী নির্যাতন বন্ধ করি, নির্মল সমাজ গড়ি” “জরুরী প্রয়োজনে ৯৯৯ এ কল করুন”সহ আঠারোটি গুরুত্বপূর্ণ স্লোগান সম্বলীত লিফলেট চাকুরীজিবি, স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী, গৃহীনিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে বিতরণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button