ধর্ম ও জীবন

জামাআতে নামাজ পড়বেন যারা

ঝিনাইদহের চোখঃ

ঈমান গ্রহণের পর মানুষের ওপর প্রথম হুকুমই হলো নামাজ আদায় করা। আর প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ জামাআতে আদায় করা আবশ্যক। যাদের জন্য জামাআতে নামাজ আদায় করা আবশ্যক। তারা হলো-

> প্রাপ্ত বয়স্ক
যে ব্যক্তির ওপর নামাজ ফরজ হয়েছে, সে ব্যক্তির জন্য জামাআতে নামাজ আদায় করা আবশ্যক। অপ্রাপ্ত বয়স্কদের ওপর জামাআতে নামাজ আদায় ওয়াজিব নয়।

> পুরুষের জন্য
কোনো ওজর না থাকলে পুরুষের জন্য জামাআতে নামাজ আদায় করা আবশ্যক। মহিলাদের জন্য জামাআতে নামাজ আদায় করা ওয়াজিব নয়।

> জ্ঞানবান
সুস্থ মস্তিষ্কের অধিকারী, জ্ঞানী ব্যক্তি ওপর জামাআতে নামাজ আদায় করা আবশ্যক। অজ্ঞান, পাগল বা নেশাগ্রস্তদের জন্য জামাআতে নামাজ আদায় করা আবশ্যক নয়।

সর্বোপরি যে সব ব্যক্তির কোনো ওজর বা আপত্তি রয়েছে, তারা জামাআত ছাড়াই নামাজ আদায় করতে পারবে। ওজর আপত্তি না থাকলে জামাআতে নামাজ আদায় করতে হবে।

আল্লাহ তাআলা সুস্থ, জ্ঞানবান, প্রাপ্তবয়স্ক বিপদমুক্ত মানুষকে জামাআতে নামাজ পড়ে ওয়াজিব আদায় করার তাওফিক দান করুন। আমিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button