ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বঙ্গবন্ধু সৈনিকলীগের কমিটি গঠন

এইচ মাহমুব মিলু, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার ৫নং কাপাশহাটিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু সৈনিকলীগের কমিটি গঠিত হয়েছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে এ কমিটি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় রশিদুল ইসলামকে আহবায়ক, ইনজাম আলী, এস.এম আমিনুল হক উজ্জল ও সোহেল রানাকে যুগ্ম আহবায়ক করে উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার কুল্যাগাছা শহিদ সদর উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক সভায় এ কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের আহবায়ক সৈয়দ আল ইমরান, যুগ্ম আহবায়ক ফিরোজ আলী, জেলা সৈনিকলীগ নেতা আব্দুল মান্œান, আতিয়ার রহমান, আ’লীগ নেতা শরাফত আলী ঝন্টু, পৌর সৈনিকলীগ আহবায়ক ডাঃ শাহজাহান ও যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
সম্মেলনটি সঞ্চালনা করেন সৈনিকলীগের জেলা কমিটির অন্যতম নেতা সাংবাদিক জাফিরুল ইসলাম।