ঝিনাইদহে পৃথক অভিযানে আটক-৪ জন
ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের পৃথক পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে গাঁজা ও মাদক ব্যবসায়ী, ধর্ষন, এবং চুরি মামলার আসামী সহ মোট ৪ জনকে আটক করেছে। এদের মধ্যে একজনকে বাঃদঃ বিধির ৩৪ ধারায় আটক করা হয়েছে।
বুধবার দিবাগত রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার অনুপমপুর থেকে ১০০ গ্রাম গাঁজাসহ চান্দু মিয়া (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। সে অনুপমপুর গ্রামের মৃত সাদেক আলীর ছেলে। চুরি মামলায় উপজেলার একতার পুর গ্রাম থেকে মৃত মুনসুর আলীর ছেলে আলী আকবর (৩৮) কে আটক করা হয়। অপর এক ধর্ষন মামলায় উপজেলার রামচন্দ্রপুর গ্রাম থেকে জুয়েল রানা (৩০) নামে একজনকে আটক করা হয়। সে ঐ গ্রামের গোলাম নবী মোল্লার ছেলে।
এছাড়া বাঃদঃ বিধির ৩৪ ধারায় কালীগঞ্জ পৌরসভার হেলাই (বৃত্তিপাড়া) থেকে আসাদুজ্জামান হান্টু (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। সে ঐ গ্রামের আঃ সালামের ছেলে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুচ আলী জানান, আকটকৃতদের বৃহস্পতিবার দুপুরে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।