ঝিনাইদহে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে এমপি আব্দুল হাইকে সংবর্ধনা

মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহের চোখঃ
চতুর্থবারের মত জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ঝিনাইদহ জেলা আওয়াীমীলীগের সভাপতি ও শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাইকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক এ সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মনোয়ার হোসেন মালিতার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি ও ২নং মির্জাপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার মোশাররফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, সাবেক উপজেলা কমান্ডার রহমত আলী মন্টু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু প্রমুখ।
এছাড়াও উপজেলার প্রায় ৫ শতাধিক মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।