অন্যান্য

চট্টগ্রামসহ ৫ জেলায় ভূমিকম্প

 

ঝিনাইদহের চোখ:
হঠাৎ রোববার সকালে ভূমিকম্পে চট্টগ্রামসহ ছয় জেলা কেঁপে উঠল। সকাল ৮টা ৫৮ মিনিট ৫০ সেকেন্ডে এই ভূকম্পন অনুভূত হয় বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।

আবহাওয়া অধিদফতরের কর্তব্যরত কর্মকর্তা আয়েশা খাতুন জানান, সকাল পৌনে ১০টায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা কেঁপে উঠে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মিজোরাম। চট্টগ্রামে ৪ দশমিক ৭ রিখটার স্কেল মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। ভূমিকম্পের স্থায়িত্বকাল কতক্ষণ ছিল জানতে চাইলে তিনি বলেন, তারা স্থায়িত্বকাল রেকর্ড করেন না।

চট্টগ্রাম জেলা ছাড়াও রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও কুমিল্লায় একইসময়ে ভূমিকম্প হয়। এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকা গৃহবধূ আফরোজা জামান বলেন, পারিবারিক কাজ করছিলাম- এমন সময় দেখি ভবনটি দুলছে। ভূমিকম্প বুঝতে পেরে সবাইকে নিয়ে দ্রুত বাইরে চলে যায়।

এদিকে রাজধানীতে সকাল থেকে বিরূপ আবহাওয়া বিরাজ করছে। ঝড়োহাওয়াসহ দুই দফায় মুষলধারে বৃষ্টিপাত হয়। এখনও থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদফতর আজ ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় বলে জানায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button